“একটি অসমাপ্ত পর্যটন” কবিতাটি লিখেছেন ওপার বাংলার কলমযোদ্ধা- সুশীল নাগ

411
“একটি অসমাপ্ত পর্যটন” কবিতাটি লিখেছেন ওপার বাংলার কলমযোদ্ধা- সুশীল নাগ

একটি অসমাপ্ত পর্যটন

                                  সুশীল নাগ

সাঁকো পার হয়ে গরম চা খেতে যাওয়া যায়
আমি সাঁকোর এপারে দাঁড়িয়ে আছি
নিকটেই একটি ভাঙ্গা মন্দির, তার পর একটি
গুহামুখ ত্রয়োদশ শতকের একটি
বুদ্ধমূর্তির অংশ বিশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন রূপে
স্বেতপাথরের গায়ে স্থির, নশ্বর,আদিম
এখানে নিরবতা উবু হয়ে বসে থাকে
হরপ্পার আমল থেকে হয়তো বা –
নতুন প্রস্তরযুগ ও পুরনো প্রস্তরযুগেরসন্ধিক্ষণে।

আমি সাঁকোটা পার হতে পারছি না
সাঁকোটা অবিরাম দুলছে।…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here