সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ভারতের কবি মধুছন্দা গাঙ্গুলী এর কবিতা “বেদনার স্মৃতি”

512
সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ভারতের কবি মধুছন্দা গাঙ্গুলী

বেদনার স্মৃতি

           মধুছন্দা গাঙ্গুলী

************
সবচেয়ে যে নিবিড় গৃহ খানি
যেথায় ছিলো তোমার হাতের ছোঁয়া….
সে ঘর আজ অবহেলায় পরে
প্রেম সে গেছে হৃদয় হতে খোয়া !

ছোট্ট এই ঘেঁষাঘেঁষির ঘরে
অল্পেতেই তুমি ছিলে খুশি ,
সে ঘর আজ দুখের দেওয়াল ঘেরা
যেথায় ছিলো মিষ্টি তোমার হাসি !

একঢাল ওই কালো চুলের মেঘে
হারিয়ে যেতাম করতে গিয়ে খেলা…
খুঁনসুটিতে ভরিয়ে দুজনাতে
কাটিয়ে দিতাম আমরা সারা বেলা !

কি দোষ আজ, কোন অভিমান পরে
দিলে তুমি দিনটি আঁধার করে ,
যাবার বেলায় ভাবলে না তো কিছু
কেমনে আমি রইবো একলা ঘরে !

বিসর্জনের বাজনা বাজে বুকে
বিধির বিধান এটাই ছিলো বুঝি…
কোন অসীমের সীমায় গেলে চলে
হাজার ভিড়ে তোমায় শুধুই খুঁজি !
**************************

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here