সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ভারতের কবি মোনালিসা চট্টোপাধ্যায় এর কবিতা “বন্ধন ”

916
ভারতের কবি মোনালিসা চট্টোপাধ্যায়

বন্ধন

      মোনালিসা চট্টোপাধ্যায়

চিহ্ন জুড়ে আছে এইখানে , হাওয়া বয় ভাঙামন জোড়ার আশার ,
এই নদী গাছ কথা সকলেই কথা বলে কান পেতে শুনি ।
এই আমাদের দেখা সেও কথা বলে এই না দেখা সেও বলে ওঠে কত দৃশ্যগান ।
জীবন বন্ধন সেই কাজুরোদ মেখে বাদামের ভোর জলে নিভে গেছে আলো ।
সুতো নয় দড়ি নয় একটি ভালোবাসার কোনো রং নেই পথ বন্ধন একার ।
চিহ্ন যদি দেশজাতি হয় মানুষ বন্ধন তার অনুভবে ।
পিঁপড়ের ডিম বর্ষ চেনে পথ চেনে আমরা দেখেছি
নুন আর চিনি পুতুলের হাসি কত সোহাগের জাদুমন্ত্র ।
ঘোড়া ও বলদ নিয়ে চাষ করলেও জমি ত ফসল দেয় ।
স্বরগ্রাম শুধু —–শখ বা খেয়াল নয় ।
বন্ধন যদি ও হয় জাহাজের গায়ে লাগানো ডিঙি নৌকো ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here