অচেনা আপনজন
সাহানুকা হাসান শিখা
গভীর রাতের নিস্তব্ধতার মাঝে
কোথা থেকে শুনি তোমার ডাক।
জলন্ত নক্ষত্র গুলো করেছে ভীড়,
মাঝে মাঝে দেয় নৈশ প্রহরী হাঁক।
আশেপাশের সবই যেন মিথ্যা,
শুধু তুমি হলে আজ চির সত্য।
আপনজন বলে কেউ তো নেই,
নেই কেউ কারো সাথী নিত্য।
হঠাৎ করে এসে দাঁড়ালে পাশে,
কেমন যেন অচেনা একজন।
অথচ মনে প্রাণে জানি,
তুমি আমার অতি আপনজন।
বড় শখ ছিলো জীগেস করি।
আমার ইচ্ছার কি নেই কোন দাম,
কেবলই তোমার মত করে ভাবো,
সময় হলেই ডাকো আমার নাম।