মিছে আবেগে
আফরোজা চৌধুরী ঝুমুর
ভবের এই সংসারে
দূরে যদি যাবে চলে
তবে কেন এসিছিলে?
একি শুধু খেলাঘর?
নিয়তির বিশ্বাসে
খুব কাছের নিশ্বাসে
ঘুম আজ ভেঙে যায়।
মন তবু জেগে রয়
মিছেমিছি বেদনায়
শূন্য লাগে সবই
পূর্ণ এ সংসারে।
সময়ের স্রোতে তাই
দুজনেই ভেসে যাই
অকূল পাথারে।
আসা আর যাওয়া শুধু
তবু জগৎ প্রেমময়
যত বাঁধি প্রেমোডোরে
তবু কি আসবে ফিরে?
মিছে শুধু ছলনায়
ফাঁকি আর জ্বালাময়।
চোখ জলে ভেসে যায়।