সমাজ আদৃত লেখক-জেসমিন জাহানের কবিতা“অনিন্দ্য বিসর্জন”

257
জেসমিন জাহানের কবিতা “অনিন্দ্য বিসর্জন”

অনিন্দ্য বিসর্জন
জেসমিন জাহান

কিছু ঝরা বকুল সুগন্ধ ছড়ায়
নিত্য এ অন্তর পাড়ায়
মালা গাঁথি সে সময় হয়নি তো আর
হয়নি সে কারো কণ্ঠহার

অর্ঘ্য হবে তাই ফুটেছিল ডালে
সহসা আবদ্ধ মৃদু বাতাসের বিচিত্র জালে
সুদূর সমুদ্রের শুনি আহবান
কম্পন বুকে জাগে হৃদয়ের ফরমান
অথৈ গভীর জলে শুভ্র অঞ্জলি
মনের আগল খুলে হঠাৎ দিলো জলাঞ্জলি
অযুত ফেনা রাশি শুধায় অকপটে
কী হেতু এ বিসর্জন তটে!
কারণ নির্ধারণে ব্যস্ত চরাচর
হেসে ফুল বলে, কী চাইবে বর?
শোনো সমুদ্র, লক্ষ-কোটি বছরের সাধনা
ওই বুকে সমাধি রচনা
এ আমার আজন্মের আরাধনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here