ভারত থেকে প্রতিভাধর তারুণ্যের কবি__সোনালী মন্ডল আইচ এর কবিতা “সেঁউতি ”

611
তারুণ্যের কবি__সোনালী মন্ডল আইচ

সেঁউতি

সোনালী মন্ডল আইচ

রাত পরদা ইশারায় বোবা
নিথর বাসরে আশকথা পাশকথারা

কটুভাষ স্রোতে বয়ে যায় বিষ নদী
চেনা ঢেউ এপার ওপার খোঁজে যদি

কতটা আড়ি-ভাব বলতো সাজে
হিসেবের গরমিলে ভুল কিছু থাকে

পাশাপাশি হেঁটে চলা হাতে হাত হলে
দুপুরের রোদটুকু আগুন হয় ওম ছলে

তোর তো মনে থাকেনা মোট কতবার
নিকোটিনপোড়া ও ঠোঁট করে অপচার

শেষ কবে ছুঁয়েছিল মগ্নতায়
কতবার বৃষ্টি ভেজা চিবুক ভাসে আয়নায়

কবে বল এক ছাতার তলায়
ভিজেছিল দুই জোড়া পা রাস্তায়

সময় দিনরাত নিচ্ছে বিদায়
এসব বাসি কথার স্বরগম ভোলা দায়

কত বাতিল টিকিট লুফে নেয় চাকা
গন্তব্য চেঁচিয়ে নাজেহাল কন্ডাক্টর সিট ফাঁকা

রঙ-বেরঙের আস্তিত্বের ভাঁজে থাক
অনিঃশেষ শোক-তাপ যন্ত্রণার জাঁক

গজের তলায় থাকে চেনা ডাকনাম
উপরে আতপি গ্রহণ লাগা অপরিনাম…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here