আয়েশা মুন্নির লেখা কবিতা“না’ধরনের কিছু”

219
আয়েশা মুন্নির লেখা কবিতা “না'ধরনের কিছু ”

না’ধরনের কিছু
আয়েশা মুন্নি

ভেবেছিলে তোমাকে ছাড়া বাঁচবো না!
এই তো দিব্যি বেঁচে আছি। থাকবো।
জানো তো, আত্মিক প্রেম মরে গেলে মানুষ দেউলিয়া হয়।
কিন্তু সে- প্রেম যখন অপ্রেম জেনে প্রকাশিত হয়, তখন মানুষ হয় পাথর।

তোমাকে ভালোবেসেছি বলেই তোমাকে বানিয়েছিলাম হিরকচুম্বন রাজপুত।
তোমাকে ভালোবেসেছি বলেই তোমার অধিকারে দিয়েছিলাম সম্রাটের মাথার মুকুট।
তোমাকে ভালোবেসেছি বলেই, তুমি পদাধিকার বলে ছিলে গোটা বিশ্বের অধিপতি।
তুমি ছিলে আমার দেবশিশু, তুমি আমার দৈববাণী, তুমি উপাসনালয়, তুমি- ই পবিত্র কাবা।
পদমর্যাদার ভার তুমি সইতে পারোনি।
অহংকার চুয়ে তোমার পুরোনো সর্পিল জাত স্বভাবে তুমি মাথাচাড়া দিয়ে উঠলে ইবলিশের খপ্পড়ে।

আসলে তো তুমি কিছুই নও।
তুমি, তুমি একজন না’ধরনের কিছু।
আমার আকাঙ্ক্ষাই তোমাকে বাদশা বানিয়েছিল,
আমার আকাঙ্ক্ষায় পুনরায় তুমি সহজাত পুরুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here