তারুণ্যের কবি –আভীদ খান এর আবেগ, ভালোবাসার জীবন ছোঁয়া অসাধারণ কবিতা “আমি চাই তুমি ফিরে এসো ”

589
কবি --আভীদ খান এর আবেগ, ভালোবাসার জীবন ছোঁয়া অসাধারণ কবিতা “আমি চাই তুমি ফিরে এসো ”
তারুণ্যের কবি --আভীদ খান

আমি চাই তুমি ফিরে এসো

                                –আভীদ খান

(শেষ পাতার কবিতা গ্রুপে সাপ্তাহিক সেরা কবি ইয়াসিন আরাফাত তারিখ ২৭-১১-২০১৯ )

আমি আবার প্রেমে পড়ি ব্যর্থতাই
তোমার এক চিলতে শিউরে উঠা হাসির!
আমি আবার মায়ায় ডুবি নিত্য
তোমার কাজলা মায়াবী চোখের।
আমি আবার ছুটে ছলি সেই রাস্তায়
যেথা তোমাতে আমাতে কথোপকথন হতো,
আমি আবার ভালোবাসি তোমার অস্তিত্বে
যার জন্য আমার হৃদয় আসক্তে খুঁড়ে খাই।
আমি আবার নিদ্রাহীনতাই ভুগছি,
যে রাত্রিতে তোমার কণ্ঠে আমার মৌনতা বাড়ে,
আমি আবার বারংবার ভোরের অপেক্ষায় থাকি,
যে ভোরে তোমার আমার মনের মিলন ঘটবে!
আমি আবার পাহাড়া দেই সেই গলিতে
যে গলিতে তোমার আনাগোনার মিছিল হয়,
আমি আবার ফিরে পেতে চাই,
যে মুখ আমার তরে আসক্তে নাচন দেই!
আমি আবার মিলিতো হতে চাই তোমাতে
যার তরে নিরালা কাটে দিনক্ষণ।
আমি চাই তোমাকে ফিরে পেতে চাই
একশো একবার নাহ হাজার বার
তার চেয়ে বেশি আমি চাই তোমাকে চাই।
যেভাবে এসো যেমনি এসো সেইভাবে চাই,
আমার চাই তো চাই তোমাকেই চাই!
অভিমান ছেড়ে একটু এসো
সন্দেহের দেয়াল ভেঙে বুকে টেনে নাও,
ওগো তোমাতে আমার অস্তিত্ব বিলিন হতে চলছে!
তুমি কি বুঝতে পারো না?
এ কেমন অভিযোগ এ কেমন অভিমান
তুমি ফিরে এসো এসো মোর দ্বারে।
চলনা আমরা আবার নতুন করে সাজায়,
নতুন করে শুরু করি, নতুনভাবে!
তুমি এসো আমি আছি সেই রাস্তায়
সেই গলিতে সেই আগের চেনা পথে,
তুমি এসো আমি আছি অপেক্ষায়।

Content Protection by DMCA.com

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here