ফসিল
নাসরিন জাহান মাধুরী
অমরত্বের আশায় জলাঞ্জলি দিয়ে চলি
প্রিয়তম কবিতার শব্দের মালাখানি
ছুঁইনা সে ফুল যাতে জারি আছে
নিষেধাজ্ঞার কাঁটা
তবুও সেই কাঁটায় ক্ষতবিক্ষত হয় স্বপ্ন
স্বপ্নের দেহে ধীরেধীরে জমতে থাকে ফসিলের প্রলেপ…
স্বপ্নেরা ফসিল হয়ে অমর হোক..
মনের ভেতরে কেউ হাতুড়ির ঘা দিয়ে বলুক তুমি অমরত্ব পেয়েছো..
এইতো তোমার প্রেম
এইতো তোমার অনুভব
ফসিলের কোন হৃদয় থাকে না
প্রেম থাকে না
থাকে না কোন অনুভব।