রিক্ত হাওয়ায়
রীতা ধর
এক পশলা বৃষ্টির জন্য হাত পেতে
দাঁড়াবো না মেঘের কাছে,
সমস্ত দিন সমস্ত রাত কেটে যাক
মৌনতায়, বিষণ্ণ নির্ঘুম,,,
ক্লান্তিহীন নিদ্রাহীন জীবন অনন্তকাল পড়ে থাকুক বিবর্ণ বিষাদ
খরতাপে পুড়ে যাক নির্জন দুপুর তবুও
আমার পরাজিত প্রেম তোমার আলিঙ্গনে
ভেজাবো না শরীর।
শ্মশান তেজে ঝলসে উঠুক অবাধ্য অনল,
জীবনের সকল মাধুর্য নিয়ে গোধূলির ক্লান্ত আলোয় যে হাত ছুঁয়ে থাকে অনন্ত দাহ,
সে হাতে জাগাবো না তৃষা
মনোহর কলতানের,
নিবিড় দহনে যে নিভৃত প্রাপ্তি আমার
তার অন্তরালেই লিখে নিও অন্য প্রিয় নাম অন্য কোন মেঘজলে
উতল সে মেঘের সম্মুখপানে দীর্ঘ জলরেখা ঝরায় যদি অশ্রুত স্মরণ
স্মৃতির অমিয় বিভাসে ঝরাপাতা হয়ে
ভেসে রবো রিক্ত হাওয়ায়,,,