জীবন জুড়ে রবীন্দ্রনাথ
হামিদা বানু
আকাশ জুড়ে মুক্ত তুমি বিশ্ব জগতে রবি
এক সুর্যের আলো তে ভরা যুগের শ্রেষ্ঠ কবি
জীবন শুরুর সহজ পাঠে শিশুর ভোরে আলো
ভয় ভাঙানোর গানে তুমি এক লা পথে চলো।
নোবেল জয়ী দীপ্ত পুরুষ রাজটিকা পুরোধা
তোমার কাছে মনের বানী অদ্ভুত সমাধা
জালিয়ান ওয়ালা হত্যা কান্ডে নাইট উপাধি বর্জন
শিখেছে বাঙালী রাখীর পরতে নিত্যনতুন অর্জন।
শিশু যুবা আর বৃদ্ধা সকল আনন্দ আর শোকে
তোমার কবিতা গল্প গানে অভয়ার শুভ ডাকে
স্ত্রীর পত্র প্রথম খুলেছো নারীর অধিকার
এমন সা্হস অবারিত দান উন্মুক্ত প্রতিকার।
ঠাকুর বাড়ির কনিষ্ঠ রত্ন বলিষ্ঠ বোধদয়
রুদ্ধ ঘরে র নারী যায় ছাদে পোশাকের নেই ভয়
বিজয় পতাকা সঠিক পথে দাঁড়িয়ে রয়েছে জানি
তোমার উর্ধে এখনো দেখিনি বৃহৎ বীনাপানি
এই দুর্দিনে এই সংকটে মানছি তোমার বানী
পুন্য লগ্নে জন্ম তিথিতে নব রুপে জানাজানি
“”ওগো তোরা আজ যাসনে ঘরের বাহিরে””
তোমাকে আমরা সবাই এখনো চাহিরে।
সকাল থেকে সন্ধে অব্ধি জীবন যাপনে তুমি
অবনত হই উদার প্রজ্ঞা প্রতিদিন শুধু নমি।
আঁধার শেষে আলোকিত পারাবার।।
সুর্য ওঠার সফল খোলা দ্বার।
বিশিষ্ট কবি হামিদা বানু রচিত কবিতা “জীবন জুড়ে রবীন্দ্রনাথ” পাঠ করলাম। অসাধারণ একটি নিবেদন। এ যেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সময়োপযোগী ছবি। অনেক ভালোবাসা নিও। ভালো থেকো আমার বোন।