আমেরিকা থেকে কাব্য ভারতী কবি-সাহানুকা হাসান শিখার কবিতা “ত্রিভুজ”

475
কাব্য ভারতী কবি-সাহানুকা হাসান শিখার কবিতা “ত্রিভুজ”

ত্রিভুজ
সাহানুকা হাসান শিখা

গভীর রাতের অন্ধকারে
একা একা বসে দিয়াশেলাইকে সাথী

করে বেশ কিছু কাঠ পুড়িয়ে পৃথিবী
থেকে সরিয়ে দেই।
আর ফুলদানীতে সাজানো কিছু ফুল
দিয়ে মালা গেঁথে নেই।
তারপর আমি ঘুমিয়ে পড়ি,
এক স্বপ্নের রাজ্যে বিতরণ করি
সুখ শান্তির পায়রাগুলো ঘুর ঘুর করে
আমার চারিপাশ জুড়ে।
আমি খুশিতে আত্মহারা,
আমার ভালোলাগা বার বার
আমায় জীগেস করছে,
তুমি কি করেছো আজ রাতে?
আমি বলি মনে নেই।
হঠাৎ ঠিকই মনে পড়ে আমার
বিগত রাতে আমি কি করেছি।
কাঁঠগুলো আমার দু:খ কষ্ট
আর ফুলগুলো আমার সুখ।
এভাবেই সুখ আর দু:খের সাথে,
সন্ধি করি প্রতিটি রাতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here