ধুসর মন
—————
তাসলিমা খায়রুন
তখন ছিলেম উড়ন্ত যৌবনা,,
রুপ আর রুপ,
সেই রুপের আগুনে খাঁক হয়ে যায়,
কত লালসার চোখ,,।
রুপের বানে যায় ভেসে যায়,
কত প্রেমিক মন,
আমি শুধু উড়েই বেড়াই,
উড়ন্ত যৌবন,।
কত প্রেমিক যায় আসে,
ভরেনা মন, দেয়না সায়,
হঠাৎ করে মন যেন,
তোমাকেই খুঁজে পায়,।
প্রেম আর প্রেম,দুজন
উড়ে উড়ে যাই,
এদিক সেদিক ঘুরিয়া বেড়াই,।
হঠাৎ করে দুই জীবনে,
বাজলো করুন সুর,
তোমার আমার হয়ে গেলো
লক্ষ যোজন দূর,,।
কোথায় আছো? নেইকো খবর কোনো,
তুমিও কী আমার খবর জানো?
আমি আর ভালো নেই গো,
শরীরে মেদ জমেছে,
চুল হয়েছে সাদা,
চোখের নীচে কালো ঝুল,,
সাদা চোখের পাতা,।
কোমরে ব্যাথা,পায়ের গোড়ালী,হাটুতেও,
হার্টেও ধরেছে রোগ,
আগের মত আর হাসিনা,
ক্ষণে ক্ষণে ভিজে উঠে চোখ।
তোমার এখন শরীর কেমন?
হাটুতে ব্যাথা হয়?
হুহ,, তুমিওতো আমারই মতন,
বয়স তো কম নয়,।
ভালোই হলো তোমার আমার
হয়নি কো মিলন,
এখন আমি রুপসী নইগো,
পড়ন্ত যৌবন,।
এখন যদি দেখতে আমায়,
বাসতে না ভালো আর,,
মুখ ফিরিয়ে নিতেই নিতে,
তাকাতেনা আরেক বার,।
মৃত্যু ভয়ে ভিতো এখন আমি,
ভাবি সারাক্ষণ,
ধুসর হয়েছে চোখের মনি,
ধুসর হয়েছে মন,,!!!