হেলেন কেলার
হামিদা বানু
হেলেন কেলার, জীবন জুড়ে বিস্ময়
তুমি মহীয়ান শ্রেষ্ঠ কুলের অক্ষয়।।
বাক, শ্রবন বা দৃষ্টি তে প্রতিবন্ধি
জীবনের পাঠ দিয়েছে পরম সন্ধি।।
উনিশ বছরে তুমি অসুস্থ হলে
আলেকজান্ডার গ্রাহাম, নিলেন তুলে।।
প্রিয় ডাক্তার সারালেন তাঁর রোগ
যদিও ছিলনা দৃষ্টি, শ্রবণ, বাক রোধ।।
কিন্তু মেধাবী হলেন তিনি স্নাতক
ব্রেইল পদ্ধতি, মেধার উচ্চ বাহক।।
এনিসুলিভান, প্রিয় গৃহ শিক্ষক
মায়ের মত তিনি সেরা রক্ষক।।
বিশ্বযুদ্ধ দ্বিতীয় র সেই শেষে
প্রতিবন্ধীর আশার বানী বেশে।।
লিখে ফেললেন বারো টি বই জীবনী
দ্য স্টোরি অফ মাই লাইফ, হল সৃজনী
রাজনীতি ছিল রক্তে স্বপন প্রবল।।
শিশু অধিকারে লড়াই যে তাঁর সফল
এমন শিল্পীর মৃত্যু হয়না জানি
প্রভাবিত নারী তোমার স্মৃতি বাণী।।