“জীবন্ত দেবতা”
সুষমা গোস্বামী
আঁধার রাতে এসেছি আমি
ফিরায়ে দিও না মোরে।
শ্রান্ত আজিকে পারি না চলিতে
বসিব তোমারই দোরে।
কতকাল আমি খুঁজেছি তোমারে
স্বপনে জাগরণে,
বাঁশির সুরে উদাসী বিধুর
প্রাণ রাখি গো কেমনে।
কিসের আবেশে ঘুরেছি আমি
ফিরেছি যথায় তথায়,
নয়নের ঘুম কেড়ে নিলে কেন
বাঁচিব কিসের আশায়।
সহিতে পারি না বিরহ যাতনা
শান্তি নাহিকো চিত্তে,
লোভ লালসায় নাহি টানে আর
বৈরাগ্য ভাব বিত্তে।
মন মন্দিরে পূজিব তোমায়
করো না আমারে বিমুখ,
তোমারে আমি করিব বরণ
যা খুশি লোকে বলুক।
মোহের বশে পূজেছি কেবল
মাটির দেবতা লয়ে,
সফল আজিকে সাধনা মোর
জীবন্ত দেবতা পেয়ে।