ভারত এর সমকালীন সৃজনশীল কবি- সেক জাহেদ উল্লা এর লিখা কবিতা “বৃষ্টির অপেক্ষায় ”

582
সেক জাহেদ উল্লা এর লিখা কবিতা “বৃষ্টির অপেক্ষায় ”

বৃষ্টির অপেক্ষায়
——————– সেক জাহেদ উল্লা ।

শুনছি তোমার শহরে নাকি-
এক পশলা বৃষ্টি ।

আমার শহরে হা পিত্যেশ –
দারুণ অনাসৃষ্টি ।।
জানোই তুমি কপাল আমার –
এমনি ভাবে গড়া ।
তুমি নাইছ বৃষ্টির জলে –
আমার গা হাত পোড়া ।।
এক আঁজলা পাঠিয়ে দিও –
আকাশের ঠিকানায় ।
তোমার ছোঁয়া ফিরে পাবো –
বৃষ্টির বাহানায় ।।

অবহেলা যদি এখনো থাকে –
আমার জন্য তোলা ।
থাক তবে দরকার নেই –
থাকি আমি নির্জলা ।।
দুফোঁটা বৃষ্টি ঐ চোখ থেকে –
ফেলে দিও গুনে গুনে ।
পোড়া শহরের জ্বালা জুড়াবে –
আমার অবর্তমানে ।।
জুড়াবে আমার প্রান সেদিন –
অশ্রুর শীতলতায় ।
দহন সেদিন সার্থক হবে –
বৃষ্টির অপেক্ষায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here