ভালোলাগা সৈকতে
শিরিন আফরোজ
ওই সেই দূর দূরান্তে কতদিন….
যাওয়া হয়নি,দেখা হয়নি!
রূপালী চাঁদের আলোতে,
কাঁক ডাকা ভোরে,
তোমাকে দেখার নেশা দুচোখে!
জমানো ইচ্ছেরা বলে,
দেখতে যাবো তোমায় সময় করে ,
পৃথিবী সুস্থ হলে।
ভোরে ভোরে দেখবো তোমায় ঠান্ডা
হাওয়ায় নিরিবিলিতে ,
তপ্ত বালি পায়ে মাড়িয়ে দেখবো তোমায়!
দুপুর রোদের ঝলকানিতে।
পড়ন্ত বিকেলে অল্প অল্প জলের
ছোঁয়া নিবো দু’পায়ে,
আবার কিছু সময় বসে দেখবো তোমায়!
মৃদু সমীরণ এসে ছুঁয়ে যাবে গায়ে।
সূর্য ডুবার অপেক্ষায় তাকিয়ে
রবো তোমার পানে,
এ অপরূপ দৃশ্য দেখার নেশাতেই
বেশি বেশি তোমাতে মন টানে।
নীল জল আর ঢেউ মিলেমিশে
সৃষ্টি করে গর্জন ,
ধুঁয়ে মুছে নিয়ে চলে যায় যেন সব,
দু:খভরা ক্রন্দন।