“তৃপ্তির নিঃশ্বাস”ভিন্ন ধারার কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি হামিদা পারভিন শম্পা।

704
“তৃপ্তির নিঃশ্বাস” ভিন্ন ধারার কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি হামিদা পারভিন শম্পা।
কবি হামিদা পারভিন শম্পা।

“তৃপ্তির নিঃশ্বাস”

               হামিদা পারভিন শম্পা

~~~~~~~~~~~~~~
ভেবেছিলাম একসাথে নেই
তাতে কি হয়েছে?
এক আকশের নিচে-ই
তো দুজন রয়েছে।
আজ বুঝেছি আমি ছিলাম
কতোটা যে ভুল,
আমার পৃথিবীতে নেই কেউ
বৃথা খুঁজি একূল ওকূল।
মন গড়া কাহিনী ভেবে মনকে
দিতাম বৃথা সান্ত্বনা,
আমি ছিলাম তোমার জীবনে
হয়ত পুরোটাই যন্ত্রণা।
আমাকে চেনো তুমি আমার
চেয়ে অনেক ভালো,
এরপরেও আমার দিকে কাঁদা
কি করে ছোঁড়ো!
তোমার জীবন ভরে ঊঠুক
সুখ স্বপ্ন ভরা আলো,
সব পেছনে ফেলে তুমি
সামনের দিকে চলো।
তোমার জীবনে শেষ হলো
আমার সকল কাজ,
তৃপ্তির নিঃশ্বাস ফেললাম
আমি তাই আজ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here