ভ্রমর
-মুনমুন দেব
এভাবেই মুখোমুখি বসে প্রতিটি সূর্যাস্ত
হলদে বাতাস ফুটো করে চলে যাই
মহাপ্রলয়ের প্রাক্কালে
গুহাচিত্রে অমিমাংশিত কবিতারা
আমাদের সম্মতি খোঁজে
বাইসন হরিণীর গলা ভেসে আসে
কেবল অ্যাভা মরিয়া
আমি কিছু অকৃত্রিম রঙ টুকরো পাথর গুছিয়ে
আকাশগঙ্গা হাইওয়ে ধরি,
ততক্ষণে অন্ধকার সমস্ত কালো গিলে ফেলে।




















