অভিনয়
রেবেকা রহমান
অজস্র আর্তনাদের আড়ালে ঢেকে গেছে সে–
মাটিফুঁড়ে উঠেনি চারা হয়ে
গোপন অগ্নুৎ্পাতে মেয়েটির পুড়ে গেছে ফুলের হৃদয়
ভেসে গেছে ঘর, ঘরের মানুষ
অথচ সাজানো আছে সব!
উপস্থিতিও আছে রাত, সন্ধ্যা, ভোর
কী ছিলোনা কী ছিলো না আমার ?
ভেবে ভেবে মিশে যায় রাতের বাতাস
নিবিড় রাতের আর্তনাদে শিৎকার ছায়া ফেলেনাতো!
থাকে না কোন ভালোবাসাবাসি
চাতুর্যের অলংকারে ঢেকে যায় অশরীরী শোক
অন্য গ্রহে বিরাট অট্টালিকা তার
চুপিসারে জেগে উঠে সংসারী ঘ্রাণ সকাল-বিকাল
সমাজের অলক্ষ্যে তার মেতে থাকা সুসময়
খন্ডিত বুক নিয়ে সুখ খুঁজে মেয়ে
মা হয়ে, বউ হয়ে, নারী হয়ে — প্রেমিকা হয়ে নয়?
বিশ্বাসঘাতকের দেয়া পালিত জীবন!
আহত কবুতরের ভাঙা ডানা নিয়ে ক্রমশ উড়ে যেতেহয়
নানান বাহানায় — অভিনয়ে..!