আমাদের অহংকারের মানচিত্র __/__/
দিলু রোকিবা
বৃটিশ থেকে একাত্তর এরপর দুইশূন্য,বিশ,
শতো,বীর বীরাঙ্গনা আর লাখো মুক্তিযোদ্ধার রক্তে দামে কেনা আঁকা এই মানচিত্র!
শিশু থেকে বৃদ্ধ সবার হৃদয়ে একটি বাংলাদেশ,
ক্ষেতের চাষী নৌকার মাঝির ভাটিয়ালি সুরে আর গোলাভরা ধানের শীষে মিশে আছে ঐ আকাশের রূপালী নক্ষত্র!!
কতো বন্যা, খরা, মহামারী, গণ অভ্যুত্থানেও কারো কাছে মাথা নত করতে শেখেনি এই বীর জাতী।
কখনোই ছিনিয়ে নিতে পারেনি এই মানচিত্র খানি।
আর পারেনি দ্বিখন্ডিত করতে এই দেশ ও মাতৃভূমিকে!
প্রকৃতির অপরুপ সৌন্দর্যময় খেরোপাতার ভেতরে রয়েছে স্নিগ্ধ জলের স্বচ্ছতার বুক জুড়ে আছে এই দেশের স্বাধীনতা, আর পেলব অহংকারী জোতির্ময় মানচিত্র।
এদেশকে ঘিরে উৎসবে মাতোয়ারা সবাই– কেননা আমাদের সমস্ত বাঙালির চেতনায় মিশে আছে ষোলো কোটি মানুষের সুখ স্বপ্ন।
স্বাধীনতা হে মাটি আর মানচিত্র কে বদলাবে তোমাকে?
এমন হিম্মত কারো নেই…
তুমি আছো নিঃশ্বাসে আর ভালোবাসার বিশ্বাসে অটল এক লাল সবুজের পতাকা।।