একদিন যেতে হয়
সোনালী মিত্র
শরীর বেয়ে খসে পড়ছে এক একটা আস্তরন।
বিবর্ণ পাতার আড়ালে ছায়াহীন বৃক্ষ
বোবা চাহনি তে তাকিয়ে আছে পৃথিবীর শেষ নির্যাসটুকুর জন্য।
দিন ও রাতের পরিক্রমায় জীবনের ফুলে ভরা বসন্ত বাতাসে এখন
গন্ধহীন শরীরের ভাজে ভাজে এক অব্যক্ত যন্ত্রনার ছবি ক্যানভাসে ভাসে।
দগ্ধ বাতাসে শুধুই শূন্যতার পরশ
এও জীবন!
মহাশূন্যতার মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে মৃত্যুর ফসল ।
এ জীবন হয়ত তার ই প্রতিক্ষায়,
যেতে হয় একদিন এই পথের আল বেয়ে শেষ ঠিকানায়।