নতুন বৃষ্টি
এম টি, সাবিহা
মেঘ ডেকেছে,বৃষ্টি এসেছে
মাছ ধরবো ঝিলের বাঁকে
আয়েরে তোরা আয়
কে কে যাবি আয়
ঝুম ঝুম বৃষ্টিতে ভিজতে।
সবুজ ঘাসে মুক্তোর দানা নাচে
তাই দেখে দাদু হাসে দাদী হাসে
ঘরের জানালায় বসে।
এক পাল পানকৌড়ি
ভিজে যায় মাঝ পুকুরে
বৃষ্টির ছন্দে ছন্দে।
ব্যস্ত রাখালের ডাক শোনা যায়
কাঁদা মাখা মেঠো পথের ধারে।
বাধন ছাড়া বাছুর দু’টি
মেতে ওঠেছে নতুন বৃষ্টির পরশে।
পাড়া জুড়ে ঝুম উঠছে
কিশোর যুবক বৃদ্ধর মনে,
মন খুলে দু’হাত বাড়িয়ে
নতুন বৃষ্টির স্বাগত জানাতে।