এক মিষ্টি সুবাস
সাহানুকা হাসান শিখা
যখনই ফজরের নামাজের সময় হত,
এক মধুর ধ্বনি আর সুগন্ধি বাতাসে ভাসতো।
সারা বাড়িটি জুড়ে,নিস্তব্ধতা এড়িয়ে,
শান্ত পুকুরের স্বচ্ছ জলরাশি গড়িয়ে।
মায়ের কোরআন তেলাওত, আতরের ঘ্রান।
প্রশান্তি আর মুগ্ধতায় ভরে যেতো মন প্রাণ।
সুরমা আঁকা চশমা পরা মায়ের কালো আঁখি,
লেপ মুড়িয়ে শুয়ে শুয়ে দিতাম শুধু ফাঁকি।
কালো পাড়ের সাদা শাড়ি,গায়ে পশমি চাদর,
মিষ্টি করে ডাকতেন মা দিয়ে কতো আদর।
তাড়াতাড়ি ওঠ তোরা,সুবেহ সাদেক হলো শেষ,
নামাজ পড়, ফেরেশতারা সওয়াব লিখবে বেশ।
টুংটাং শব্দ আসতো রসই ঘরের মজা,
তাজা চায়ের ফিকে রং সেমাই লুচি ভাজা।
মায়ের স্মৃতির শেষ নেই,ভুলা যায় না সে কথা।
সারাটি জীবন হৃদয় জুড়ে,শুধু নোনা ব্যথা।
মা আমার প্রথম দেখা, প্রথম ভালোবাসা
মা ছাড়া এ সংসার শুধুই নিরাশা।