“আত্মার উপলদ্ধি”কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি তৌহিদ হোসেন মজুমদার।

381

আত্মার উপলদ্ধি

                    তৌহিদ হোসেন মজুমদার

                     ———————————–

জীবন জীবনের গতিতে ছুটন্ত
অবিরত কোলাহল মুখর,
রঙ্গমঞ্চে অবিরত অভিনয়
বর্ণীল দৃশ্যপট দিন শেষে ধুসর।

নিস্তব্দ রাত শংকাহীন চিত্ত
কবরের মৌনতা উপভোগ্য,
কখনো কৃত্রিম পবন
কখনো পেন্ডুলামের যজ্ঞ।
বুকের মাঝে খুঁজতে থাকা
অগুনিত ভিড়ে চেনা প্রিয় মুখ,
ক্লান্ত দৃষ্টি ঝাপসা ধূসর
ধুক ধুক শব্দে হৃদপিন্ড সচল।

মিলন মেলা শেষে পাট চুকানো
স্মৃতিগুলো মলিন হয়ে
আস্তরের নীচে,
এতো মানুষের ভিড়ে
আত্মার উপলদ্ধি
একা এসেছি, একাই যেতে হবে।

লেখক পরিচিতি: তৌহিদ হোসেন মজুমদার

প্রভাষক, ব্যাংকার, কবি ও সংস্কৃতিককর্মী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here