হৃদয়ের অনুভবের কবিতা “মনে পড়ে তোমাকে”লিখেছেন তারুণ্যের কবি হোসনে আরা রিতা।

676
হৃদয়ের অনুভবের কবিতা “মনে পড়ে তোমাকে”
তারুণ্যের কবি হোসনে আরা রিতা।

মনে পড়ে তোমাকে

                  হোসনে আরা রিতা

মনে পড়ে তোমাকে
অনেক বেশি
বেঁছে আছি তোমায় মনে রাখবো,
যত কষ্ট হোক সব মেনে নিবো,
তবুও চিরদিন তোমাকেই ভালোবাসবো ।

জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে,,
যার উত্তর কখনো মেলে না!!!
কিছু কিছু ভুল থাকে……
যা কখনো শুধরানো যায় না,,,,,
আর ” কিছু কিছু কষ্ট থাকে ”
যা কাউকে বলা যায় না,,,
তারপর ও ভাল থাকার প্রচেষ্টা,,

“ অপেক্ষা হলো ভালোবাসার
প্রধানতম শর্ত সবাই ,
ভালোবাসি বলতে পারে অতি সহজেই
কিন্তু অপেক্ষায় থেকে,
সেই ভালোবাসা প্রমাণ দিতে পারে ক’জনা।

কিছু মানুষ ভালোবাসতে জানে
কিন্তু মূল্য দিতে জানে না ,
ভূল করতে পারে কিন্তু
ক্ষমা চাইতে পারে না।

কারণ,,,,তাদের শিক্ষা আছে বিবেক নেই
কেউ কারো জন্য মরে যায় না ,
সবাই বেঁচে ঠিকই থাকে,
জীবন চলতে থাকে জীবনের নিয়মে
শুধু মরে যায় ভালোবাসা
আর সাজানো স্বপ্ন গুলি।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here