জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কবি রুদ্র অয়ন লিখেছেন “শেখ মুজিবুর রহমান ”

888
কবি রুদ্র অয়ন লিখেছেন “শেখ মুজিবুর রহমান ”
কবি রুদ্র অয়ন

শেখ মুজিবুর রহমান

               ✍ রুদ্র অয়ন

বাংলাদেশ জন্ম দিতে
জন্ম হলো যাঁর
জাতির জনক বঙ্গবন্ধু
ধন্য জীবন তাঁর।

যতদিন রবে বাংলাদেশ
মেঘনা যমুনা বহমান,
ততদিন রবে কীর্তি তাঁর
শেখ মুজিবুর রহমান।

সতেরো মার্চ প্রতি বছর
আসে ঘুরে ফিরে,
মানসপটে মুজিব হাসেন
লক্ষ শিশুর ভিড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here