লক্ষ্য ভ্রষ্ট
মাসুমা সুইটি
অন্তরেতে বিষাদ মাখা জোছনা নামে ঢেউ
মেঘ এর ছায়া যায় ডুবিয়ে নুড়ি কুড়ায় কেউ।
অঙ্গারেতে হৃদয় জ্বলে যমুনায় দেয় ডুব
সর্বনাশা বাণ দর্শিয়াও তুমি আমি চুপ।
গলেতে বিষের কাঁটা বিধে অহর্নিশি
পঙ্কিলতা যায় মাড়িয়ে জ্ঞান সন্ধানে ঋষি।
ঝিনুক খোঁজে মুক্তো জড়ায় সাগর সেঁচা জলে
রক্ত জবা রাঙায় আকাশ অভিমানের ছলে।
শিমুল বাগান পরশ বুলায় সবুজ ধরনীতে
শর ধনুকের ধনুধারীর লক্ষ্য ভ্রষ্ট হয় তাতে।
কপটতার খোলস গায়ে জীবন সর্বনেশে
অজ্ঞানতার স্রোতে মিশে কোন সে সুদূর দেশে।
ধুম্রজালে জীবন ঢাকা অন্বেষাতে সুখ
বৃহন্নলার বেদন ঢাকে আর্শিতে ওই মুখ।