সৃজনশীল কবি-নাসরীণ রীণা’র নির্বাক অন্তরের কবিতা “শরৎ রাণীর বরণ”

283
নাসরীণ রীণা’র নির্বাক অন্তরের কবিতা “শরৎ_রাণীর_বরণ”

শরৎরাণীর বরণ
নাসরীণ রীণা

নীল খামের ওই আকাশ চিঠি
আমি যখন হাতে পেলাম,
হৃদ গগনে আভাস এল
শরৎটাকে পেয়ে গেলাম।
থরে থরে শুভ্র মেঘের
অবিশ্রান্ত ওড়াওড়ি,
রোদের ঝিলিক হাসছে দেখো
রংধনু’ যে রঙিন ঘুড়ি।
কাশের বনে দোল দিয়ে যায়
মন পবনের শান্ত ছেলে,
কুমুদ ফুলে সাজছে দিঘী
কাকচক্ষুর স্বচ্ছ জলে।
ঝিরিঝিরি বইছে হাওয়া
আকাশে রৌদ্র-ছায়ার খেলা,
এক পশলা জল নামিয়ে
ভিজিয়ে দিল মেঘের ভেলা।
প্রকৃতি আজ গাঁথছে মালা
গগনশিরীষ,ছাতিম দিয়ে,
শরৎরাণী’রে করবে বরণ
শিউলি ফুলের ডালা সাজিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here