বাঁচুক সংসার
মনীষা কর বাগচী
সেই মানুষ গুলোর জন্য বড্ড মায়া হয়
জীবন্ত লাশ হয়ে যারা পড়ে থাকে রাস্তার উপর…
জানি না কি মধু আছে সেই বিষে
যা খেয়ে জীবনের সমস্ত সুখ
জলাঞ্জলি দেওয়া যায়।
কত ঘর হয়েছে বরবাদ
কত সম্পর্ক ভেঙ্গে হয়েছে চুরমার
অনেক আশা নিয়ে , ভালোবাসা নিয়ে কাছে এসেছিলো যে
মার খেতে খেতে একদিন
ধৈর্য্য হারিয়ে হাত ছেড়ে দেয় সেও।
রাস্তার কুকুরগুলোও বোঝে তার স্থিতি
পা উঁচু করে মুখের উপর কাজ সেরে চলে যায় নির্দিধায়
সে যে কতটা মূল্যহীন, বুঝিয়ে দিতে
দ্বিধা বোধ করে না এতটুকুও।
সত্যি বলছি ভারি করুনা হয় এদের উপর
মা বাবা স্ত্রী পুত্র ছাড়া যায়
কিন্তু মৃত্যুসুধা নয়…
রাস্তায় ভিক্ষা করে ছোট্ট ছোট্ট বাচ্চা,
বৃদ্ধ মাতা পিতা,
ভালোবাসাকে বাজারে বিকোতে হয় শরীর
দুমুঠো ভাতের জন্য
নরাধমদের কোনো পরোয়া নেই।
আমি সমাধান খুঁজে বেড়াই
দিন-দিন, মাস-মাস, বছর-বছর
কেউ যদি পারো এই বিষ তৈরি বন্ধ করাও!
মা বাঁচুক, সন্তান বাঁচুক, বাঁচুক প্রেম
সমাজ বাঁচুক , সম্মান বাঁচুক, বাঁচুক সংসার।।
মনীষা কর বাগচী