কলমযোদ্ধা-আলেয়া আরমিন আলোর ভিন্ন ধারার কবিতা “চোখের আয়নায় শৈশব‘’

282

চোখের আয়নায় শৈশব
আলেয়া আরমিন আলো

শৈশব! জীবনের স্বর্গ শৈশব!
তোমায় লালন করেছি আমি অপরিমেয় প্রেমে
ধারন করেছি বয়সী পাঁজরে হৃৎপিণ্ডের গভীরে
মনের মনিকোঠায়,
সেখানে গাঢ় সবুজ মখমলে মুড়িয়ে রেখেছি
স্মৃতির কারুকাজ খচিত সোনালি কৌটায়।
প্রতিদিন শেষ বিকেলের বিষণ্ণ আকাশে
মেঘ রোদ্দুরের লালিমা যখন আবির ছুঁয়ে
গোধূলির মায়া আঁকে,
ঠিক তখনই অবচেতনে সেই স্মৃতির কৌটো উপচে
শৈশব তুমিও স্বর্গীয় সুধায় প্লাবন ডাকো…
আমার বলিরেখা দু্’চোখের স্বচ্ছ আয়নায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here