মহাকালের মহানায়ক
সাহানুকা হাসান শিখা
এমন এক সাহসী বীর
বাঙালী জাতির বন্ধু।
নিজ জাতীর মুক্তির জন্য
ছিলেন তিনি অন্ধ।
সকাল বেলার সূর্য্য দেখে
দিনটি যায় চেনা।
তেমনি তার বাল্যকাল,
ছিল না কারো অজানা।
রত্নগর্ভা মায়ের কোল,
করে ছিলেন আলো।
তাই তো আজ বাংলাদেশ
স্বাধীনতা পেলো।
স্বাধীনচেতা মনটি ছিলো,
স্বপ্নে থাকতো বিভোর।
বাঙালী জাতির ভবিষ্যত
এগিয়ে যাবে বহুদূর।
টুঙ্গি পাড়ার দামাল ছেলে,
হানাদারদের যমদূত।
করেছিলেন ক্ষমতা অর্জন,
মুক্তির অগ্রদূত।
১৭ই মার্চ জাতীর জন্য
মহা গর্বের দিন।
দেশ জুড়ে তাই আনন্দ উচ্ছাস,
বাজবে খুশির বীন।