ভারতের কবি দেবাশ্রিতা চৌধুরী লিখেছেন কবিতা “স্বর্ণলতা”

450
ভারতের কবি দেবাশ্রিতা চৌধুরী

স্বর্ণলতা

     দেবাশ্রিতা চৌধুরী

মায়ের যখন ষোল
কাজলে স্বপ্নের রেখা
পিঠে দুই বিনুনি
হারমোনিয়ামে সুর।
মায়ের যখন সাড়ে সতেরো
তখন মা হয়ে গেল মা
তারপর থেকেই মা পিঠে
তবলার বোল তুলে শুধু
ঘুমপাড়ানি গান গায়।
এরপর মা অনায়াসে পাখি
হয়ে যায়, খাবার খু্ঁটে পাখির
ডানায় গতি আনে
অবশেষে যখনই বাবা বৃক্ষ হলো
অমনি মা স্বর্ণলতিকা হয়ে গেল।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here