স্বর্ণলতা
দেবাশ্রিতা চৌধুরী
মায়ের যখন ষোল
কাজলে স্বপ্নের রেখা
পিঠে দুই বিনুনি
হারমোনিয়ামে সুর।
মায়ের যখন সাড়ে সতেরো
তখন মা হয়ে গেল মা
তারপর থেকেই মা পিঠে
তবলার বোল তুলে শুধু
ঘুমপাড়ানি গান গায়।
এরপর মা অনায়াসে পাখি
হয়ে যায়, খাবার খু্ঁটে পাখির
ডানায় গতি আনে
অবশেষে যখনই বাবা বৃক্ষ হলো
অমনি মা স্বর্ণলতিকা হয়ে গেল।