তোমাকে খুঁজতে
শারমিন সিদ্দিকী
আমি অতল সমুদ্রের পাতাল পুরীতে
গিয়েছিলাম শুধু তোমাকে খুঁজতে ,
সেথায় গিয়ে দেখি হীরা, মুক্তা, যহরত
দিচ্ছে পাহারা সব বিশাল সাপেতে।
বলল আমায় কি চাও তুমি?
বাঁচতে হলে যাও এক্ষুনি।
আমি বললাম যাবো না কোথা
যদি না পাই তারে — জীবনই বৃথা।
ফুস করে বলে সর্পরানী
আমি কিন্তু দংশাতে জানি।
হীরা মুক্তা যদি লাগে
নাও কুড়িয়ে আঁচলেতে।
লাগবে নাগো হীরা মুক্তা
আমি যে এক মনো যোদ্ধা।
পারলে তারে দাওনা এনে
সই পাতাবো তোমার সনে।
যদি তুমি নাইবা পারো
আছে সে কোথায় বলো?
আমি তাকে আনতে যাবো
বলো শুধু কোথায় পাবো?
পারে না বলতে সর্প রানী
কোত্থেকে যে তোমায় আনি,
কি করে কাটে দিবা – নিশী
জানে শুধুই অন্তর্যামী।