“শুনতে কি পাওনা ” অসাধারণ কবিতা লিখেছেন ভারত থেকে কবি,লেখক সুতপা দাস।

562
“শুনতে কি পাওনা ” অসাধারণ কবিতা লিখেছেন ভারত থেকে কবি,লেখক সুতপা দাস।
ভারত থেকে কবি,লেখক সুতপা দাস।

শুনতে কি পাওনা

                                   সুতপা দাস

কল্পনার চোখে যে রঙিন প্রেমের জাল বুনেছো—-
ভাবছো যাকে অনাবিল ভালবাসা
তলিয়ে যাচ্ছো, হয়তো হারিয়ে ও
যাবে একদিন ভেবেছো কি তা?
তোমার তুমিটাকে কেন করছো গোপন
করছো আড়াল ,প্রকাশ‍্যে আসতে দিচ্ছো বাঁধা!
তোমার বোবা কান্না শুনতে পাই আমি
দেখেছি আমি তোমার অশ্রুজল
অলক্ষ‍্যে যারে করে চলেছো গোপন!
রাতের আঁধারে খোঁজো যারে–
আমিই তো তোমার সেই বিবেক
যতই করো তুমি আমার ওপর অভিমান
যতই রাখোনা কেন দূরে সরিয়ে
জেনে রেখো আমার মতো
এতো ভালো বাসবেনা কেউ এমনি করে।
মাঝে মাঝে কেমন অচেনা লাগে
দিনের তুমি ,আর রাতের তুমি কি এক
আমি তো তোমার নিরবতার দোসর
তোমার ছোট্ট ডিঙ্গির নাবিক আমি।
দিনের শেষে তাকিয়ে দেখো —
নিজেকে একটি বার আয়নায়।
কেমন ম্লান হয়ে যাচ্ছে তোমার
ঠোটের কোনে লেগে থাকা চিলতে হাসি
সব মিথ্যে এ সংসারে সব মায়া সব ছলনা!
এসো ফিরে এসো ,নদীর স্বচ্ছ জলে
নিজের প্রতিবিম্ব ফুটিয়ে তোলো,তারে–
করোনা অবমাননা করোনা মূল‍্যহীনা।
ভয় পেওনা তোমার ছোট্ট ডিঙ্গির
নাবিক আমি তোমারে ডুবতে দেবোনা।
আঘাতে আঘাতে কেন নিজেকে
করে চলেছো চূর্ণবিচূর্ণ!
চলো সখি পালাই,ধরো হাত
নিজেকে করো তুমি পরিপূর্ণ।
চাঁদনী রাতে,জোৎস্নার মাদকতায়
তোমার ঠোঁটের কোনে যখন ফুটে
উঠবে সেই বাঁকা হাসিটা–
তোমার চিবুক ছুঁয়ে নিরব চোখে
তাকিয়ে দেখবো আমি তোমার মুখখানি
আমায় তুমি তা থেকে বঞ্চিত করোনা।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here