ভারতের কবি শ্যামল সোম এর লেখা “সতীচ্ছদ পালা পার্বণ”

612
কবি শ্যামল সোম
প্রতিভা সন্ধান কাব্য পরিষদে ৩/০৯/১৯ ইং কবিতাগুলোর মাঝে সেরাদের সেরা নির্বাচিত হয়।

সতীচ্ছদ পালা পার্বণ

                                  শ্যামল সোম

আজ এ যে বড় ভীষন দুঃসময়ে–
জনগণ সকলেই রয়েছে ভয়ে, ভয়ে
শয়তানেরা ফাঁদ পেতে রয় প্রতীক্ষায়।
ফাঁকা ঘরে একলা যে নধর কিশোরী
লালসায় ঝাঁপিয়ে পড়ে তিনটি শিকারী
ছিঁড়ে ছিঁড়ে ফেলে পরণের রাঙা বসণ
উন্মুক্ত নাভিমূল, জঙ্ঘা যোনি কুড়িস্তন।
আসছে কাল কেউটে ফনা তুলেছে ফণী,
শত সহস্রবার করে চলে আসা যাওয়া।
অক্ষত সে কুমারী যোনি সতী পীঠ পাওয়া।
কিশোরীর কি প্রচন্ড ভূমিকম্প আর্তনাদ
শুনে পালিয়েছে জনতা এ যে মরণ ফাঁদ,
গণতন্ত্রে পুরুষের এই মৌলিক অধিকার,
গণতান্ত্রিক দেশে গণধর্ষণের চিৎকার।
বদ্ধ কালা কানা পথ চিনেতে সে অপারক,
জনগণ নিশঃচুপ এ যে বিষাদ গণধর্ষণ
বিশাল আয়োজন সারি সারি কুমারী মন,
লিঙ্গ পুজোর হাড়িকাটে সতী কিশোরী স্তন
কৌমার্য বলিদান বেঁচে রয়েছে যে প্রাণপণ
রক্তাক্ত আদরে সোহাগে মেয়েদের জান,
এ তো কৈ মাছের প্রাণ হীন জান্তব দংশন
সতীচ্ছদ পালা পার্বণ গণধর্ষণে আয়োজন।
রক্তাক্ত ক্ষত বিক্ষত বিবেক নব্য সব স্বাধীন
কন্যারা আগুনেরবন্যা জয় আগুনলেলিহাণ
পুড়ছে আমাজন আফ্রিকার ঘণ জঙ্গল সুন্দর বন।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here