মায়ার বাঁধন
ফেরদৌসী খানম রীনা
পাখি একদিন যাবে চলে
মায়ার বাঁধন ছেড়ে,
আর কভু ফিরবে না
সাজানো এ নীড়ে।
এ ভুবনে কেন অাসলো
কেন বাঁধলো বাসা?
যাবে চলে এ বাঁধন ছেড়ে
মিথ্যেই করি আশা।
ছেড়ে গেলে মায়ার বাঁধন
কে দেবে ভালোবাসা?
আপন দেশ ছেড়ে গেলে
আর হবে না ফিরে আসা।
কত প্রিয়জন যারা ছিল
কোথায় এখন তারা?
তাদের জন্য এ হৃদয়
দুঃখে পাগল পারা।
চলে যেতে হবে সবার
ছেড়ে ভব সংসার।
চলে যাব অচিন দেশে
বাঁধবে অজানায় ঘর।
মায়ার বাঁধন ছেড়ে গেলে
আসবে কি ফিরে!
তার জন্য শূন্য হৃদয়ে
অশ্রু শুধু ঝরে।
চলে যাবে কোন ঠিকানা
নেই কারো জানা।
যাবে অচিন দেশে
শুনবে না কারো মানা।
একদিন চলে যাবে অজানায়
তারে ফিরাবার নাই উপায়।
এ অবুঝ মন তবু তার জন্য
কেঁদে কেঁদে পাগল হয়।