আমেরিকার লস্ এঞ্জেলস থেকে সাম্যের কবি-হাজেরা বেগম এর লেখা ঈদ উৎসবের কবিতা“ঈদ-মোবারক”

313
হাজেরা বেগম এর লেখা ঈদ উৎসবের কবিতা“ঈদ-মোবারক”

ঈদ-মোবারক—????

হাজেরা_বেগম☘️

—————————
রমযানের শেষে ঐ ঈদের চাঁদ
এসেছে শওয়াল মাসের প্রথমে
বরকতের মহিমায় উঠবে ভরে
দু’হাত তুলে যদি রও মোনাজাতে

খোদার আরশ ভরবে খুশবুতে
মুমিনের আরাধনার আর্তিতে
রোজা নামাজ আর বন্ধেগীতে
সরব হবে এই ধরনীর কোনেতে

রমজানে রইলে নামাজ রোজায়
শুদ্ধতায় হবে পূর্ণ হৃদয় আত্মায়
ষড়রিপুর হবে দমন উপাসনায়
নূরের ঐ আলোয়ে ভরবে ধরায়

মানব কূলে জাগবে সাম্যতার
মহিমাময় বরকতের এই মাসেতে
ঘরে ঘরে উঠবে জেগে মানবতার
প্রভূর আরশ দোলাবে ইবাদতে

তুলে দু’হাত বসলে মোনাজাতে
সারা জাহানের মোমিন সকলে
চাইবেন ফিরে দয়াময় তোমাতে
যাকাত ফিতরা দিও ঈদ-সকালে

ঈদের নামায হবে ইদি-আনন্দে
বিলাবে সবে যার যার সাধ্যা মতে
আত্মার আত্মীয় পড়শী সানন্দে
জর্দ্দা ফিরনী আর কোলাকুলীতে

নতুন ভোরের প্রথম আলোয় জানাই
———ঈদ-মোবারক ঈদ-মোবারক
ভালো থেকো সুস্থ থেকো বন্ধু সবাই
ঈদের খুশীতে মন আলোকিত হোক—????
(… .. স্বপ্ন বিলাস)
Copyrights @ Hazera Begum
April 21,2023/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here