রুবাইয়াৎ
হাসিনা ইসলাম সীমা
(১)
গিয়াস উদ্দীন ইবনে আল ফাতাহ ওমর ইবনে ইব্রাহীম আল খৈয়াম
এক নি:শ্বাসে দারুণ সোহাগে ইরানে দুই নারীকে সুধাইলো প্রেমের কসম
রুবাই আর রুবাইয়াৎ একই সঙ্গে কবি পত্নী হবার বাসনা করিল বারংবার
সব ত্যাগিয়া প্রেমিক মন তুরস্কে সৃজিল অনিন্দ্য বাসর স্বর্গসম।
(২)
আমরা নারী তাই তো সব কাজ করি
রাঁধি,চুল বাঁধি,সংসারেরও হাল ধরি
আমাদের নিজস্ব নেই কোনো বাড়ি-গাড়ি
তাই চাকরি করি আবার বিনা চিকিৎসায় মরি।