প্রান্তিকে
নাসরিন জাহান মাধুরী
ঝাঁপ দেবো অনন্ত মহাকাশে
কে কারে করে যতন
কে কারে রাখে মনে
অনাদরে ফিরে যায় গুল্মলতা
কাছে এসেও আসেনা ধরা দিয়েও দেয় না
অধরা যে স্বপ্নগুলো..
সে স্বপ্নের মায়াজালের সুতো বুনে চলে
কোন স্বপ্নবাজ মাকড়সা .
পথভুলা পথিকের মতো ভ্রান্ত চরণে…
তিমির রাতের তারাদের সাথে আলোর জোনাকি ছুটে চলে
শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে
অপেক্ষায় পৃথিবীর প্রান্তিকে কেউ
ঐ বুঝি বাঁশি বাজে….