কবি নিশাত ফাতেমার লেখা কবিতা “চলে এসো”

844
কবি নিশাত ফাতেমার লেখা কবিতা “চলে এসো ”

চলে এসো

     নিশাত ফাতেমা

——
আকাশের চাঁদ দূরে কেন
কাছে এসো নির্ভয়ে;
আজ নীরবে নিশিতে
মিশে যাই নীল নব রঙে।

তুমি আকাশে ঠিকই
তবুও আমার কাছ থেকে ;
আলাদা নও
আছো প্রকাশ্যে গোপনে।

আলো দিয়ে যাও নীরবে
কাছে এসো নির্ভয়ে!
তুমি স্নিগ্ধ, নীলিমার নীলে,
আমি মুগ্ধ হই তিলে তিলে ।

আমি হই ক্ষয়
কাছে এসো নির্ভয়ে!
সন্ধানী মন আমার
হয়ে গেল তোমার সাথে পরিচয়।

তবুও কেন
আসতে চাওনা
কাছে এসো নির্ভয়ে!
তোমাকে করবো আলিঙ্গন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here