খ্যাতিমান কবি ও সাহিত্যিক হামিদা আনজুমান এর নারী নির্যাতনের প্রতিবাদে লেখা কবিতা “নরকের কীট”

689
খ্যাতিমান কবি ও সাহিত্যিক হামিদা আনজুমান এর নারী নির্যাতনের প্রতিবাদে লেখা কবিতা “নরকের কীট”

নরকের কীট

হামিদা আনজুমান

আমরা কি হায় চেয়েছিলাম এমন জাহান্নাম
চিৎকার করে নিজেই কাঁদি বলবো কারে থাম!

পশুর অধম নরকের কীট থাবায় নোংরা হাত
বিভৎস আর ঘৃণ্য তারা ঘণায় আঁধার রাত।

আগুন জ্বলে দুইটি চোখে মাথায় পড়ে বাজ
নিজের জন্মকথা তোরা, ভুলে গেলি আজ?

যে জঠরে জন্মেছিলি মায়ের কোলে এলি
মায়ের জাতি সেই নারী কে তুই রে খুবলে খেলি।

বোনটি যে তোর আদর মায়ার ভালোবাসার দোল
স্নেহের সাগর বোনের শরীর দেখেও ঝড়ে লোল?

বাবার চোখে অশ্রু গাঢ় মেয়ের চোখে জল
এমনি কত শত গল্পে হারাই মনের বল।

তিমির রাতি কত বড় ভোর কি হবে আর?
আদালতে অসুর গুলোর হবে কি বিচার?

ধ্বংস ওদের করা তো চাই, চলুন রুখে দাঁড়াই
নারী,পুরুষ এক হয়ে আজ মৃত্যু আগুন জ্বালাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here