আগন্তুক
কাকলি মান্না
তুমি কোন পথে যাও
কোন পথে কুসুম ছড়িয়ে আকুতি জাগাও
দেখায় লাগে ফাঁকি
জানলা জুড়ে ধূলো মাখামাখি
নদীর পাড়ে আকুতি স্তূপীকৃত
ফেলে গেছে না ফেরা রা
বন্দর অচেনা, নাবিক খোঁজা
ঘুমন্ত উত্তাপ জলদ কামনার
সময় পাথর, অন্ধকারের কোরাস
বিজ্ঞাপন ঝুলে থাকা বোধের
কোলাহল মোছা শীৎকার
শূন্যতা জুড়ে থাকে অপেক্ষা