“যখন তোমাকে মনে পড়বে”কবিতাটি লিখেছেন অস্তিত্বের ভাবনায় জাগরুক কবি বিপাশা ইসলাম ।

688
“যখন তোমাকে মনে পড়বে ”কবিতাটি লিখেছেন কবি বিপাশা ইসলাম ।
কবি বিপাশা ইসলাম

যখন তোমাকে মনে পড়বে

                                      বিপাশা ইসলাম

যখন তোমাকে মনে পড়বে
তখন চারদিক আঁধার করে
মেঘ জমবে আকাশে,
বহুদূরে কোথাও হয়তো বাজ পড়বে ;
ঝলসে উঠবে চারদিক,
অঝর ধারায় নামবে বৃষ্টি ।

যখন তোমাকে খুব মনে পড়বে
তখন পশ্চিমাকাশে সূর্যটা হেলে গোলাপি আভা ছড়িয়ে দেবে;
নক্ষত্র ছুঁয়ে ছুঁয়ে অক্ষর সাজাবে স্বপ্নেরা !
মৃদু বাতাস ছুঁয়ে যাবে শরীর
চারদিক শিউলির ঘ্রাণে উঠবে ভরে !

যখন তোমাকে খুব খুব মনে পড়বে
তখন শব্দের মাতলামিতে অস্থির হবে মন
আমার গ্রামোফোন রেকর্ডে বাজবে তোমার প্রিয় গজল ;
আর তখন আমি ভীষণ রকম
নষ্টালজিক হয়ে পড়বো,
একাকিত্বের সময়গুলো হয়ে উঠবে তুমিময় ।

যখন তোমাকে মনে পড়বে
তখন ভীষন ব্যস্ত আমি যোগবিয়োগ
ভুলে যাবো ;
ভুলে যাবো যে আমি আর এখন রাত
জাগি না !

যখন তোমাকে ভীষন মনে পড়বে
তখন গলির মাথায় ছায়ারা থমকে দাঁড়াবে
জ্যোৎস্না তখন নুয়ে পড়বে জানালার
শার্শি গলে !

যখন তোমাকে খুব বেশি মনে পড়বে
তখন কষ্টগুলো দীর্ঘশ্বাস হয়ে চুঁয়ে পড়বে মধ্যরাতের আঁধারে
এক পৃথিবী শুন্যতায় ভরে যাবে ব্যস্ত শহর।

যখন তোমাকে আমার খুব খুব মনে পড়বে
তখন তোমার আমার সময়গুলো সন্ধ্যায়
শীত পোহাবে……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here