“প্রিয়তম ”অসাধারণ কবিতা টি লিখেছেন কবি নীলিমা শামীম ।

1839
কবি নীলিমা শামীম

প্রিয়তম

            নীলিমা শামীম

মাঝে মাঝে চিঠি দিও,
হঠাৎ হঠাৎ জানতে চেও,
কেমন আছি,কোথায় থাকি,
কেমন যায় আমার দিনকাল!

খুব একা, নির্জনে বসলে কভু
উপন্যাসের প্রিয় কিছুই তবুও
চরিত্রকে কল্পনা করতে চেও
চশমাটা খুলে আকাশ দেখো,
শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকার সময়,
বুকের ভেতর খুব গোপনে রেখো প্রিয়
আমার মতন অবিকল তুমি
কল্পনা করো..মন ..কেমন?

অথবা,
ঝুম বৃষ্টিতে কড়া লিকারের চা বানিয়ে
মনের অজান্তে এক চুমুকেই চুষে নিও
দু’অক্ষরের ‘মন’ নাম ধরে ডেকো নিও!
তুমি জানবে আমি ওখানে নেই তবু ও
তোমার ইচ্ছে হোক আজ ভুল করার,
বারবার জেসিমন ধরে ডাকার।

গীটারের স্ট্রিং এ লেগে থাকা সুরেও
খুব যত্নে নতুন কোনো আমিকে রচিও
সুরের নেশায় ধরতে ভুলো না একদম!

ব্যস্ততায় ডুব দেওয়ায় বিছানায় গা এলিও
চুমু দিও, ধুলোমাখা সব ইচ্ছে-গুলোকে ও
হূদয় চর্চা এই আমাকে বুকে নিও চুপিসারে
ভাবাও কেনো আজ, কেবল ডুবে যাচ্ছি ওরে
ব্যস্ততম নগরীর বিশ্রী ব্যস্ততায় জেনে নিও!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here