ঘুম স্টেশন
বিজিত গোস্বামী
ফেলে এসেছি জীবনের একটা অংশ
সূর্যের প্রথম প্রকাশ আলোকোজ্জ্বল সকাল
বারান্দার চৌকাঠে এ লুকোচুরি শরীরে মিশে
এতো মিথ্যে নয়?
দূরে কোলাহল ছেড়ে যে ভীষন একা!
তাকে খোঁজে নেওয়ার অতৃপ্ত বাসনা
আজ বড় বেশি বাসি।
দলছুট একাকিত্ব এতো বেদনা ভরে
অসহায় আত্মার কাছে পৌঁছুতে চায়
নতুন গানে একটাই সুর বিচ্ছেদ পিচ্ছিল পথে নবান্নের গন্ধ–
ডাক এসেছে যাবার চিরনিদ্রার কারন জানতে
চেওনা; এ অগস্থ্য পথে যে গেল ফিরে আর আসেনা।
তোমার শহর যখন ঘুমিয়ে পড়ে শতাব্দীর সজ্জায়
আমি তখনো হেঁটে যাই পাঁজর ভেঙে বুকে পদচিহ্ন
ঘুম পাড়িয়ে; পাষন্ড রাতকে একটি বার বলতে
আমার যা কিছু সব তুমিই নেবে—এ অন্যায় এ অধর্ম।
এই প্রথম ঘুম ভাঙ্গে নতুন এক তুমি
ভয়শূণ্য নির্ভীক এক সত্য তুমি —
এ শহরের বোবা বাতিগুলো;নির্ভয় দাও ঢেলে,
ঘুম ভাঙানো গানে আবার জাগবে এ শহর।