“ঈশ্বরের ঠিকানা ”মর্ম স্পর্শী কবিতা লিখেছেন ওপার বাংলার কলমযোদ্ধা সোনালী মিত্র।

598
ওপার বাংলার কলমযোদ্ধা সোনালী মিত্র।

ঈশ্বরের ঠিকানা

                          সোনালী মিত্র

ঝিমানো দুপুর প্রাচীর উঁচু নীরবতা
ফিসফাস শব্দের আলাপন।
সব বুঝেও ওরা কিছু বলতে চায়
আজ যেন একটাও গৃধ্র অভুক্ত শরীরে খোঁজেনা আহার।
সেও বুঝে গেছে না চাইলেও যে সব পাওয়া যায়।
প্রান্তে প্রান্তে লাশের মিছিল
যন্ত্রনার হাহাকারে অন্ধকার শুধু কথা বলে।
বসন্তের এক রঙ্গিন সন্ধায় ঠোঁটে ঠোঁট রাখা দুটি হৃদয় স্বপ্ন এঁকেছিল ফুলের বাসর সজ্জা
চিতার আগুনে জ্বলছে স্বপ্ন পুড়ছে হৃদয়ের ভাষা।
যান্ত্রিক যন্ত্রনা মানুষ বিজ্ঞান
বিপন্নতাও খুঁজে পেতে চায় আজ ঈশ্বরের ঠিকানা।
হে ঈশ্বর ;
দাও তুমি এঁকে আলোর পথ
অসহায় আজ মানুষের বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here