জারজ শহর
মৌসুমী কর
কোন এক আলসে দুপুরে
ভবঘুরে মনটা
ঘুরছিলো এদিক সেদিক ….
যেনো ভিটেহীন ঠিকানাহীন
সুখ নদীর ঠিকানা খুঁজতে ব্যস্ত
এক অতৃপ্ত অকাল বৈধব্য মন ।
ব্যস্ত শহর তখনও
ঘোড়ার পায়ে ছুটছে …
কারোর মনের খবর
সে থোরিই রাখে?
এমনি করেই একটা সময়
পাখির ডানায় সন্ধ্যে নামে।
জারজ শহর জানতেও পারেনা
গ্রহণ মনটার কথা।