কলমযোদ্ধা-লকিতুল্লাহ মাহমুদের উপলব্ধির কবিতা“বলতে পারো ?”

315
কলমযোদ্ধা-লকিতুল্লাহ মাহমুদের উপলব্ধির কবিতা“বলতে পারো ?”

বলতে পারো ?
লকিতুল্লাহ মাহমুদ

বলতে পারো,আমার মনের
দাম কেন আজ বেশি ?
কারণ,আমি দিনরজনী
রাসুল ভালবাসি ।
বলতে পারো,আমার মনে
কাহার কদম রাখা ?
আদি থেকে অন্ত যুগের
সে মোহাম্মদ সখা।

বলতে পারো,আমার মনে
প্রেম কেন আজ নূরী ?
কারণ,আমি দরদ দিয়ে
দরূদ মিলাদ পড়ি।
বলতে পারো,আমার মনে
ভাবনা কিসের হয় ?
আমিই বুঝি অধম পাপী
করছি খোদার ভয় ।

বলতে পারো,আমার মনে
স্মরণ কারে করে ?
দম দমে দম মাওলা হাদী
ডাকি হৃদয় ভরে ।
বলতে পারো আমার মনে
বাঁজে কিসের বীনা ?
ভয়ে থাকি সারাক্ষণ‌ই
মরন আসে কি না !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here